4 March, 2025

BY- Aajtak Bangla

নতুন মায়েরা মেনে চলুন এই ৮ নিয়ম, সন্তান বড় হলে লোকে বলবে রত্নগর্ভা

সন্তানকে মানুষ করতে গেলে ভালো মা হওয়া জরুরি। কিন্তু অনেক মহিলাই চাপে থাকেন। তাদের জন্য রইল টিপস-  

ভুলকে গ্রহণ- মাতৃত্বও চ্যালেঞ্জিং। ভুল হবেই। তা নিয়ে ভাবলে চলবে না। কারও কথায় পাত্তা দেবেন না। 

মাতৃত্ব উপভোগ করুন। ছোট ছোট বিষয়গুলি থেকেই শিখুন। বেশি মানসিক চাপ নেবেন না।   

নিজেকে উপেক্ষা নয়- সন্তান লালন করতে গিয়ে নিজেকে অবহেলা ঠিক নয়।নিজের জন্য সময় বের করুন।

নিজের শখ-আহ্লাদ পূরণ করুন। দামি জিনিসপত্র কিনুন। সাজুন। হুল্লোড় করুন। নইলে অবসাদে চলে যাবেন। সন্তানও মানুষ হবে না। 

বাচ্চাদের শেখানোর সেরা উপায় হল গল্প বলা। ঘুমের সময় গল্প হোক বা অভিজ্ঞতার কথা বলে শিশুকে শেখান। 

শিশুদের মধ্যে কৌতূহল বোধ বাড়ান। তাকে উৎসাহিত করুন। তার প্রশ্নের উত্তর দিন। বিরক্ত হবেন না। 

মা-কে দেখে শেখে শিশু। তার সামনে ঝগড়া বা মাথা গরম করবেন না। শান্তভাবে কথা বলুন।

সন্তান কথা না শুনলে মেজাজ হারাবেন না। জেদি হলে অতিরিক্ত চাপ বা মারধর করবেন না। শান্তভাবে বোঝান।

শিশুর যা ভাল লাগছে তাতে উৎসাহিত করুন। যে বই পড়তে ভাল লাগে সেটা দিন। আঁকতে ভাল লাগলে দিন। এতে সৃজনশীলতা বাড়বে।