24 OCTOBER 2024

BY- Aajtak Bangla

শুধু পড়া নয় সব ব্যাপারে আপনার সন্তানই হবে সেরা, জানুন কালামের টিপস

এপিজে আব্দুল কালাম এদেশের একজন মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তার প্রতি মানুষের অনেক শ্রদ্ধা ও সম্মান রয়েছে।

কালাম জির বলা জিনিসগুলিকে আপনার অভিভাবকত্বে অন্তর্ভুক্ত করে, আপনি আপনার সন্তানদের একটি ভাল জীবন দিতে সফল হতে পারেন এবং তাদের জীবনে সফল হতে সাহায্য করতে পারেন।

পরিশ্রম- কঠোর পরিশ্রম না করলে জীবনে সাফল্য আসে না। হাল যে ছেড়ে দেয় না, সে-ই সফল হয়। 

চেষ্টা- কখনও চেষ্টা থামাবেন না। ঝুঁকি নিতে হবে। তবেই আসবে সাফল্য। 

স্বপ্ন দেখা-  জীবনে সফল হতে স্বপ্ন দেখা জরুরি। ঘুমিয়ে নয়, বরং জেগে স্বপ্ন দেখুন। তার পিছনে ধাওয়া করুন।

ব্যর্থতা- সফল হতে গেলে ব্যর্থতাও আসবে। ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষক। তাই ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না।

সূর্যের থেকে শেখা- জীবনে সাফল্য পেতে আগে নিজেকে জ্বালাতে হয়। তাপেই লোহা শক্ত হয়। 

আত্মশক্তি- নিজের মধ্যে শক্তি না থাকলে সাফল্য পাওয়া যায় না। শৃঙ্গজয় করতে দরকার আত্মশক্তি। 

সময়- জীবন ও সময়ই হল সবচেয়ে বড় শিক্ষক। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে পাবেন সাফল্য। 

আত্মবিশ্বাস- কালাম বলেছেন, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতাকে সাফল্যে পরিণত করে।