05 July, 2025

BY- Aajtak Bangla

বেশিরভাগ মা-বাবার এই  ভুলেই, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়

সন্তানকে মানুষ করা সহজ নয়। শিশুদের যা শেখাবেন সেটাই সে শিখবে, সেভাবেই সে বড় হবে। 

ফলে সন্তানকে মানুষ করার পদ্ধতি জানা দরকার। সব বাবা-মাই সন্তানের ভাল চান। কিন্তু অনেকেই জানেন না, ভাল করতে গিয়ে মন্দ করেন।

আজকাল, বিশেষ করে করোনা অতিমারির পরে শিশুরা আর খেলার মাঠে যায় না। তাদের ঘরেই জীবন। 

শিশুদের কাজের নয়, খেলার সাধীও স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে।

এই অভ্যাস শিশুর চোখ ও মানসিক স্বাস্থ্যের উপর শুধু খারাপ প্রভাব ফেলছে না

অনেক অভিভাবক তাদের বাচ্চাদের সামান্য ভুলভ্রান্তিতে বকাঝকা করা শুরু করেন।

অনেক বাবা-মা শিশু যদি কিছু বুঝতে না পারে তাহলে বকাঝকা শুরু করেন। এতে শিশুটি কৌতূহল হারিয়ে ফেলে। সে জিজ্ঞাসা করতে ভয় পায়। 

সন্তানও ছোট বয়স থেকে কারণে-অকারণে রেগে যেতে পারে।  আজকের প্রজন্মের ধৈর্য্যের বড় অভাব। তাই সন্তানের মধ্যে ধৈর্য্য আনার চেষ্টা করুন।  

অধিকাংশ অভিভাবকই সন্তানকে কৃতী দেখতে চাইছেন। সন্তানকে সফল দেখা অন্যায় নয়। কিন্তু তার জন্য চাপ সৃষ্টি করলে তাঁর মানসিকতা বিগড়ে যেতে পারে।

 তবে অভিভাবকদের মাথায় রাখা উচিত, সন্তানকে নিজেদেের ইচ্ছে বা আকাঙ্খা চাপিয়ে দেবেন না। বোঝার চেষ্টা করুন, কী চাইছে সন্তান।