10 AUGUST, 2024

BY- Aajtak Bangla

জেদ-রাগ ধোপে টিকবে না, কৈশোরে সন্তানকে দিন ৩ শিক্ষা

কিশোর-কিশোরীদের বয়সটা খুব সংবেদনশীল। এই সময়ে তাদের রাগ বেশি থাকে। অনেক সময় তারা রাগে চিৎকার করতে শুরু করে।

ফলে বাবা-মায়েরাও তাদের ওপর রাগারাগি করবেন। কিন্তু তা করলে সন্তানের মনের ওপর ব্যাপক প্রভাব পড়ে। ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয়।

সন্তানের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত তা জানুন। 

বয়ঃসন্ধিকালে শিশুদের আচরণ অনুমান করা কঠিন। তাদের সঙ্গে কথা বলা এবং তাদের অনুভূতি বোঝা বাবা-মায়ের কর্তব্য। অতএব, আপনার উচিত তার সঙ্গে কথা বলে অনুভূতি বোঝা।

সন্তানকে আঘাত করা বা তিরস্কার করা উচিত নয় কারণ তাতে সন্তান আরও জেদি হয়ে উঠতে পারে।

সন্তানের প্রতিটি চাওয়া পূরণ করা থেকে বিরত থাকতে হবে। এতে সে পরিশ্রম করতে ভুলে যাবে। 

সন্তানকে শেখাতে হবে কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হয়।