8th February, 2025
BY- Aajtak Bangla
একটা সময় ছিল যখন সন্তানদের মা-বাবারা শাসন করতেন মারধর করেই।
মারধর থেকে সকলের সামনে শাসন সবই করতেন মা-বাবারা সন্তানের বেয়াদপি দেখলে।
এখন সময় বদলে গিয়েছে। ডিজিটাল যুগ। হাতেও হাতে স্মার্ট ফোন। ছোটরা এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট।
তাই বেদম ঠ্যাঙালেই অথবা অন্যের সামনে শাসন করলেই শিশু মানুষ হবে, এই ধারণা এখন বদলে গিয়েছে।
বরং এতে শিশুমনে বিরূপ প্রভাব পড়তে পারে।
তাই সন্তানকে মানুষ করতে হলে বদলাতে হবে শাসন করার পদ্ধতি।
প্রথমেই শাসন বা বকা-ঝকার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তান যদি কোনও অন্যায় করে তাকে সকলের সামনে শাসন করবেন না।
শিশুকে প্রকাশ্যে শাসন করলে তার নানা ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে।
প্রকাশ্যে শাসন করলে শিশুর শৈশব নিয়ে একধরনের ভীতি তৈরি হয়।
অনেক গবেষকই প্রমাণ করে দেখিয়েছেন, প্রকাশ্যে শাসনের শিকার হয়েছেন, এমন অনেকেই বড় হয়ে বিষণ্ণতায় ভুগেছেন।
সকলের সামনে শাসন করার পরিবর্তে শিশুকে বুঝিয়ে বলতে হবে, তার সঙ্গে চিৎকার করা যাবে না, মারধর তো করা যাবেই না।