4 September, 2024

BY- Aajtak Bangla

যৌন হয়রানি হতে পারে স্কুলেও, কন্যাসন্তানকে শেখান এই ৫ জিনিস

মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। ছোট ছোট মেয়েরাও রক্ষা পাচ্ছে না।

 স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, বাস, ট্রেনে সতর্ক থাকা তাই দরকার।

ছোট থেকেই মেয়েকে তাই সতর্ক করুন। ৫ বছর বয়সের পর থেকেই শেখান ৫ জিনিস।

গুড টাচ-ব্যাড টাচ- ছোট থেকে মেয়েকে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে শেখান।

 মেয়েরা যেন শৈশব থেকেই ঠিক-ভুল বুঝতে সক্ষম হয়। যে কোনও অস্বস্তিকর পরিস্থিতির বিরোধিতা করতে পারে। 

খোলাখুলি কথা- মেয়ের সঙ্গে খোলাখুলি কথা বলুন মা-বাবা। সে যেন সমস্যা আপনার সঙ্গে শেয়ার করে।

মেয়েরা নিজেদের অস্বস্তি প্রকাশে ভয় পায়। পরে আরও বিপদ বাড়ে। তাই শৈশব থেকে মেয়ের সঙ্গে কথা বলুন। গুরুত্ব দিন কথার।

যৌন শোষণের পাঠ- মেয়েকে যৌন হয়রানি কী সেটা বোঝান। প্রতিবাদ করতে শেখান। 

মেয়েকে বুঝিয়ে বলুন যে যৌন নিপীড়ন মানে শুধু স্পর্শ করা নয়, অশ্লীল ভাষা ব্যবহার এবং ভুল অঙ্গভঙ্গি করা।

আত্মরক্ষা- মেয়েদের জানা উচিত কীভাবে নিজেকে রক্ষা করতে হয়। অভিভাবকদের উচিত মেয়েদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করা।