30 August, 2024

BY- Aajtak Bangla

বাবাদের এই ৫ জিনিস করলেই কন্যাসন্তানরা হয় বুদ্ধিমান-স্মার্ট

কন্যা সন্তানের বাবা হলে আপনার দায়িত্ব আরও বেড়ে যায়। মেয়েরা তাদের বাবার কাছাকাছি থাকে।

মেয়েকে আত্মবিশ্বাসী এবং সফল করে তোলে বাবার আচরণ।  সুপারড্যাডি হয়ে উঠতে কী করবেন- 

শৈশবে মেয়েরা সহজেই বাবাকে সব কিছু বলে। কিন্তু কৈশোরের দিকে যাওয়ার সময় দ্বিধা ও সংকোচ বোধ করে। 

তাই বড় বয়সেও যাতে সে মনের কথা বলে, সেজন্য বাবারা মন দিয়ে মেয়ের কথা শুনুন। উৎসাহ দিন। ঠিক-ভুল ধরবেন না। 

বয়ঃসন্ধিকালে হরমোনের কারণে শিশুরা খুব সংবেদনশীল এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। 

এমন সময়ে মেয়ের পাশে দাঁড়ান। সে ভুল করে থাকলে কঠোর না হয়ে বুঝিয়ে বলুন।

স্কুল থেকে ফেরার পর মেয়েকে জিজ্ঞেস করুন কেমন দিন কাটল, দিনে কিছুটা সময় তার সঙ্গে কাটান। সে ভরসা পাবে।

ছেলে ও মেয়ের মধ্যে কোনও ফারাক করবেন না। মেয়ের কথাকে গুরুত্ব দিন। মেয়ের সঙ্গে খেলুন। 

মেয়ের শখের প্রতি নিজেও আগ্রহ নিন। সে আঁকতে, গান গাইতে ভালোবাসলে উৎসাহ দিন। 

মেয়ের ছোট ছোট অর্জনে তার প্রশংসা করুন। তাকে উৎসাহিত করুন। যাতে কন্যা আরও ভালো করার অনুপ্রেরণা পায়।