20 July, 2024

BY- Aajtak Bangla

চলতে ফিরতে এটা-সেটা চুরি করে নিচ্ছে সন্তান? বাবা-মায়েরা করুন এই কাজ

ছোটবেলায় বহু শিশুদের মধ্যে হাতটান দেখা যায়। টাকা পয়সা শুধু নয়, অন্য বাচ্চার পেন্সিল, রাবারও চুরি করে আনে অনেক ছোটরা।

এই স্বভাব খুবই অস্বস্তিজনক। সন্তানের বাবা-মার লালন পালন নিয়ে প্রশ্ন ওঠে। সমাজে বাবা-মায়েদের এর জন্য দায়ী করা হয়।

শিশুদের মধ্যে চুরি করার অভ্যাসকে ক্লেপটোম্যানিয়া বলা হয়। অনেক সময় বড় হয়েও এই রোগ থেকে যায়। 

ছোট বয়সে এই রোগের সঠিক চিকিৎসা না হলে বড় হয়ে রোগ থেকে যায়।

ক্লেপটোম্যানিয়া হলে অন্যের জিনিস ক্রমাগত চুরি করার ইচ্ছে হয়। ক্লেপ্টোম্যানিয়া যাদের আছে তারা সচেতনভাবেই এই কাজ করে থাকেন। 

কিন্তু এর থেকে সহজে বের হতে পারেন না অনেকে। তবে ছোটদের বকাবকি কিংবা মারধরও করেন, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না।

এই ব্যাধি কাটিয়ে উঠতে যত তাড়াতাড়ি সব বাবা-মায়েরা এটা নিয়ে সচেতন হোন। সন্তান বাইরে থেকে বা বাড়ি থেকে চুরি করে আনছে কিনা, তা নজর রাখুন।

এই রোগের লক্ষণ হল, প্রতিশোধের জন্য চুরি করা। কোনও কারণ ছাড়াই বারবার চুরি। আবেশ, এবং চুরির উপর রাগ। কাউকে সাহায্য করার চিন্তা না করে চুরি করা। চুরি করার পর ধরা পড়ার লজ্জা ও ভয়।

যত তাড়াতাড়ি এই ব্যাধি শনাক্ত করা হলে বড় বয়সে এই সমস্যা থাকবে না। সন্তানের সাইকোথেরাপি এবং কাউন্সেলিং করান।