29 March, 2025

BY- Aajtak Bangla

খান স্যারের ১০ মন্ত্রেই সফল হবে সন্তান, জেনে নিন

ছাত্র-যুবসমাজকে উদ্বুদ্ধ করেন খান স্যার। তাঁর প্রেরণায় কয়েক লক্ষ ছেলে-মেয়ের জীবন গড়ে দেয়। তাঁর বলা এই কথাগুলি মাথায় রাখলে জীবনে সাফল্য পাবেন।

উদ্বুদ্ধ করেন খান স্যার

'যদি নিজের জন্য সময় ব্যয় করেন এবং নিজেকে বিকাশ করেন তবে ভবিষ্যতে মানুষ আপনাকে গুগলে সার্চ করবে।'

আত্মবিকাশ

'সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা তারাই পায় যারা কঠোর পরিশ্রম করে।'

কঠোর পরিশ্রম

'কঠোর পরিশ্রমই বলে দেয় কী ধরনের ফল পাবেন, নইলে ফলাফলই বলে দেয় কতটা পরিশ্রম করেছেন।'

ফলাফলই বলে দেয় 

'পরিচয়ের মাধ্যমে অর্জিত কাজ দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কাজের মাধ্যমে অর্জিত পরিচয় আজীবন থাকে।'

'বই-বিশ্ববিদ্যালয়ে সব কিছু শেখানো হবে এমন নয়, কিছু জিনিস খালি পেটে, খালি পকেটেই শেখানো হবে।'

'ভালোবাসতে চাও, তবে বইয়ের প্রেমে পড়ো, বেঈমানী হলে নিয়তি নিয়ে চলে যাবে।'

'সফলতা পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর ব্যর্থতা পৃথিবীকে পরিচয় করিয়ে দেবে।'

'সমস্যাকে কখনও ভয় পেয়ো না, সামনে এগোতে হলে সমস্যা থাকা দরকার।'

'যে স্বপ্ন তোমাকে ঘুম থেকে জাগায় না সেসব স্বপ্ন দেখে কি লাভ?'

'ঝড় বেশি হলে নৌকা ডোবে, অহংকার বেশি হলে ব্যক্তিত্ব ডুবে যায়।'