15 August, 2024

BY- Aajtak Bangla

এই বয়স থেকেই ছেলেমেয়েকে আলাদা বেডরুমে রাখুন, নইলে... 

ভারতে সন্তানকে কাছছাড়া করতে চান না মা-বাবা। রাতে শোয়ার সময়েও সন্তানকে বেডরুমে রাখেন। 

অনেকেই বুঝতে পারেন না, সন্তান বড় হচ্ছে তারও নিজের জায়গা দরকার। তাছাড়া তাকেও চ্যালেঞ্জের জন্য তৈরি হতে হবে। 

অনেক অভিভাবকই জানেন না সন্তানকে কখন ছাড়তে হবে। জেনে নিন কোন বয়সে সন্তানকে আলাদা ঘর দেবেন।

সন্তানরা আলাদা ঘরে থাকলে তারা মানসিকভাবে শক্তিশালী হবে। তারা ভয়ের মোকাবিলা করতে পারবে। 

সন্তানকে ৩ বছর বয়স থেকে আলাদা ঘর দেওয়া উচিত। তবে সে যেতে না চাইলে জোর করবেন না। এতে তার মনে হবে, আপনি ভালোবাসেন না।

তবে সন্তানের ভয় কাটাতে মা-বাবাকেই বোঝাতে হবে। তাকে ধীরে ধীরে আলাদা ঘরে থাকা অভ্যস্ত করে তুলুন। 

৬ বছর বয়স থেকে কন্যা ও পুত্রসন্তানকে রাখুন আলাদা ঘরে। তাদের আলাদা বেডরুম দিন।

তবে শুরুতেই সন্তানকে জোর করবেন না। তারা আলাদা থাকতে না চাইলে ২টি টিপসেই শিশুকে রাজি করান। জেনে নিন

সন্তানকে বোঝান। তার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলুন। ঘরের দেওয়ালে ভাল রং করান। ভালো বিছানা দিন।

সন্তানের ঘরে সুন্দর জিনিস রাখুন। বইয়ের ভালো লাইব্রেরি করে দিন। টেডি বিয়ার, পুতুল ও তাঁর পছন্দের জিনিস রাখুন।