19 MAY, 2024
BY- Aajtak Bangla
অর্থশাস্ত্র ও নীতি শাস্ত্রের জন্য গোটা পৃথিবীতে প্রসিদ্ধ আচার্য চাণক্য। তিনি সংসারের নানা বিষয়ে নিজের মত ব্যক্ত করেছেন।
আচার্য চাণক্য নীতিশাস্ত্রে মূল্যবোধ নিয়ে অনেক কথা বলেছেন। সেজন্য তাঁকে কৌটিল্যও বলা হয়।
চাণক্যের মতে, সন্তানের মধ্যে এমন কিছু গুণ থাকে যেগুলো তাঁর মা-বাবাকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয়।
তাহলে আসুন জেনে নিই, আচার্য চাণক্যের মতে সন্তানের কোন গুণ থাকলে তাঁর বাবা-মা খুব সুখী হয়ে থাকেন।
যদি কোনও সন্তান সংবেদনশীল হন এবং বড়দের শ্রদ্ধা করেন তাহলে তার সমস্ত দোষ ভগবান ক্ষমা করে দেন। যে সন্তান বড়দের শ্রদ্ধা করে তার বাবা-মা সুখী হয়।
এই সন্তানদের জন্য সব সময় মা-বাবা খুশি থাকে। বড়রা তাদের আদর করে। সেই সন্তান আশীর্বাদ পেয়ে থাকেন।
যে সন্তানরা কোনটা ভালো আর কোনটা মন্দ, তা নির্ধারণ করতে পারে তারা জীবনে উন্নতি করে।
আচার্য চাণক্যের মতে, যে বাবা-মায়ের সন্তানের জ্ঞান অর্জনের ইচ্ছা থাকে তাদের সর্বদা এই ধরনের সন্তানের উপর দেবী সরস্বতী ও জ্ঞানের দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে থাকে।
চাণক্যের মতে যে সন্তান পারিবারিক ঐতিহ্য ও সম্মান বজায় রাখে তারা খুব ভালো হয়। মা-বাবার ভাগ্য খুলে যায় এদের জন্য। কারণ এমন সন্তান জীবনে সফল হয়।