18 June, 2024

BY- Aajtak Bangla

 সন্তান সবেতেই ফার্স্ট হবে, কানে কানে দিন এই 'মন্ত্র'

সন্তান এগিয়ে থাকুক, জীবনে উন্নতি করুক, সব বাবা-মা চান। তবে তা হয়ে ওঠে না বিভিন্ন কারণে। 

তবে এমন কিছু টিপস রয়েছে যেগুলো মেনে চললে আপনার সন্তান জীবনে উন্নতি করবে। লেখাপড়ায় মনোযোগী হবে। 

সন্তান কতটা উন্নতি করবে তা নির্ভর করে তার মেজাজের উপর। সে যদি হাসিখুশি-প্রাণোচ্ছ্বল থাকে তাহলে মন ভালো থাকবে। কাজ মন দিয়ে করবে। 

সেজন্য ডাক্তাররা বলেন, বাচ্চার যেন হ্যাপি হরমোন নি:সৃত হয় সেদিকে মা-বাবার খেয়াল রাখা দরকার।

প্রতিদিন খেলাধুলো করলে, শারীরিক অ্যাক্টিভিটি থাকলে বাচ্চাদের মানসিক বিকাশ হয়। 

খেলার সঙ্গে বাচ্চা যদি আর পাঁচজন সমবয়স্ক বাচ্চার সঙ্গে মেলামেশা করে, গল্প করে তাহলেও সে আনন্দে থাকে। 

বাচ্চাদের ঘুম খুব জরুরি। সে যদি ভালো ঘুমোয় তাহলে মন ভালো থাকবে। মাথা সক্রিয় থাকবে। 

যে কোনও ক্রিয়েটিভ কাজকর্ম করলে বাচ্চারা হাসিখুশি থাকে। নতুন কিছু শিখলে তাদের জানার ইচ্ছে বা আগ্রহ বাড়ে। তাই নতুন কিছু করতে বলুন। 

প্রতিদিন সন্তানকে সময় দিন। যাতে তারা ভালোলাগা খারাপলাগা আপনি বুঝতে পারেন। এতে সন্তানের সঙ্গে মা-বাবার বন্ডিং ভালো হয়। 

বাচ্চাদের  গল্প বলুন। জোকস, কমিক্স পড়ান। সে যে স্পেশাল সেটা বুঝতে দিন।