15 NOV, 2024

BY- Aajtak Bangla

পড়া-খেলা, সবেতেই সন্তান টপ করবে, ছোট থেকেই শেখান এসব অভ্যাস

সকলেই তাঁদের সন্তানদেরকে সফল হতে দেখতে চান।

আজকাল বাচ্চাদের ছোটবেলা থেকেই মোবাইল, ইন্টারনেটের সঙ্গে এত বেশি যুক্ত হয়ে যায় যে তাদের স্মার্টনেস হারিয়ে যায়।

ছোটবেলা থেকে অভিভাবকের উপরেই নির্ভর করে সন্তানরা বড় হয়ে কেমন হবে।

সন্তানদের শেখান এই অভ্যাসগুলি–

আপনার সন্তানকে মেধাবী করে তুলতে প্রথম থেকেই তাকে নিজের কাজ নিজেকে করতে শেখান।

ছোটবেলা থেকেই তাদের বড়দেরকে সম্মান করতে শেখান।

ছোটবেলা থেকেই বাজারের জিনিসপত্র আনা, ঘরের হালকা কাজ করতে শেখালে আপনার সন্তান দায়িত্ব নিতে শিখবে।

প্রথম থেকেই শিশুদের তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, সকালে ঘুম থেকে উঠা, খাওয়ার পর নিজের প্লেট ধুয়ে রাখা ইত্যাদি শৃঙ্খলা শেখান। 

ছোটবেলা থেকেই আপনার সন্তানকে অর্থের গুরুত্ব সম্পর্কে শেখান।