17 April, 2024

BY- Aajtak Bangla

সফল সন্তানদের মা-বাবার মধ্যে থাকে এই ৭ গুণ 

এমন কিছু কাজ আছে, যা বাবা-মায়ের সন্তানদের সামনে করা উচিত নয়। তাদের সম্পর্কে খুব সতর্ক থাকুন। অন্যথায় বাচ্চাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

এমন কিছু গুণ আছে, যা সব সফল সন্তানের মা-বাবার মধ্যে থাকেই। তেমনই ৭টি ‘কমন’ বিষয় সম্পর্কে জানা যাক

সফল সন্তানের মা-বাবা সব সময় তাঁদের সন্তানদের বলেন, ‘তুমি অন্যদের চেয়ে স্পেশাল’, ‘তুমি যা হতে চাও, তা-ই হতে পারবে’। এতে শিশুরা আত্মবিশ্বাসী হয়। 

ছেলেমেয়ে উভয়কে কিছু কিছু কাজ শেখানো উচিত একদম শৈশবে। তাহলে তারা বড় হয়ে কোনো কাজকে ছোট করে দেখবে না। 

সামাজিক দক্ষতা শেখানো

বাচ্চাদের সামনে অন্যদের সম্পর্কে খারাপ বা অপমানজনক কথা বলবেন না। এটি করলে শিশুর মনে ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়।

শিশুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা

শৃঙ্খলার মধ্যে রাখা

লেখাপড়ার বাইরের কর্মকাণ্ডে অংশ নেওয়া

যতটা সম্ভব শিশুদের সামনে মিথ্যা বলা এড়িয়ে চলুন। কেবল প্রতিশ্রুতি দিন যা আপনি রাখতে পারেন। অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা তৈরি করে এমন মিথ্যা কথা বলবেন না।