BY- Aajtak Bangla
2.2. 2025
সন্তান দুধে-ভাত থাকুক, এটা সব বাবা-মা চান। মা-বাবার ইচ্ছে থাকে, তাদের সন্তানকে যেন কোনওদিন কষ্ট করতে না হয়।
সন্তানের জন্য সব ত্যাগ করতে রাজি হয়ে যান বাবা-মা। নিজেদের অভাব-অভিযোগের মধ্যেও সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন।
তবে বাবা-মা সাধ্যমতো সন্তানের জন্য সব কাজ করলেও তাতে সন্তানের যে সব সময় ভালো হয়, তা কিন্তু নয়।
মা-বাবার কোনও কোনও অভ্যেসের কারণে সন্তান সারাজীবন সুখ-শান্তি থেকে বঞ্চিত হয়। মা-বাবা ইচ্ছে করে, জেনেশুনে এগুলো করে তা নয়। তাই প্রতিদিনের জীবন থেকে কতগুলো অভ্য়াস বাদ দেওয়া উচিত।
তার মধ্যে অন্যতম হল, খরচ। সন্তানের খুশির জন্য বাবা-মা অপরিমিত খরচ করে থাকেন। এতে সঞ্চয় কমে। ফলে ভবিষ্যতে সন্তানেরই ক্ষতি হয়।
ছোটো থেকে সব ডিমান্ড পূরণ করার ফলে সন্তানের প্রত্যাশাও বেড়ে যায়। সেই কারণে তারা জেদি হয়ে ওঠে।
মা-বাবার খরচের হাত বেশি থাকলে সন্তানের খরচের হাতও বেশি হয়। ভবিষ্যতে তারা বিপদে পড়ে।
পারিবারিক ঝামেলা কখনও শিশুর সামনে করবেন না। এতে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে।
সন্তানের সামনে কখনও কাউকে অপমান করবেন না। এতে সন্তানের আচরণও তেমন হবে।