BY- Aajtak Bangla

বাবা-মার এই ৩ অভ্যাস থাকলেই কেল্লাফতে, বুদ্ধি দিয়ে বাজিমাত করবে সন্তান!

12 APRIL, 2024

প্রতিটি বাবা মায়েরই সপ্ন থাকে তাদের সন্তান ভালো মানুষ হয়ে উঠুক এবং সমাজে প্রতিষ্ঠিত হোক।

আপনার সন্তানের ভবিষ্যত যদি আপনি সুনিশ্চিত করতে চান তাহলে ছোট থেকেই এই জিনিসগুলি শেখান।

জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প নেই। তার সঙ্গে এই অভ্যাস মানলে আরও সহজ হবে আপনার কাজ। তাই আজই আপনার সন্তানকে এই উপদেশ গুলো দিন।

আপনি যদি আপনার বাচ্চাকে শৃঙ্খলা শেখাতে চান তাহলে আগে আপনাকে সঠিক হতে হবে। আপনি যা করবেন তা দেখেই আপনার বাচ্চা শিখবে।

আপনি নিজেই যদি বাইরের অস্বাস্থ্যকর খাবার খান, অনিয়মিত জীবনযাপন করেন, স্বাস্থ্য সচেতন না হন তাহলে আপনার সন্তান এই বিষয়গুলি সম্পর্কে অবগত থাকবে কি?

আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে পারেন আপনি নিজেই। মানুষ মাত্রই ভুল হয়। আপনার সন্তান যদি কখনও ভুল করে তাহলে তাকে ভালো করে বোঝান।

সে যদি কোন কাজে ব্যর্থ হয় তাহলে তার সঙ্গে  কথা বলে তাঁর মনবল বাড়ান। অযথা বকাবকি করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।

আপনি যদি দেখেন যে আপনার সন্তানের পড়াশোনার বাইরেও আরও কিছু শেখার ইচ্ছা রয়েছে তাহলে আপনি তাঁকে সেই জিনিস শেখান। নাচ, গান, আঁকা, খেলাধুলার মতো যেকোনো প্রতিভা থাকলে সেটি চর্চা করান, উৎসাহ দিন।

এছাড়াও বাড়ির কাজ করা শেখান, তাহলে পরিবারের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে এবং সাবলম্বী হয়ে উঠবে।