02 MARCH, 2025

BY- Aajtak Bangla

মা-বাবার ৫ ভুলেই সন্তান আত্মবিশ্বাস হারায়, কখনও করবেন না

সন্তানের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বাড়ানোর কাজটা করেন তাদের মা-বাবাই। 

কিন্তু তাদের নির্দিষ্ট কিছু ভুল সন্তানদের জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 

আত্মবিশ্বাস জীবনে একটা বড় ব্যাপার। তাই সন্তানকে আত্মবিশ্বাসী করতে চাইলে এড়িয়ে চলতে হবে এই ৫ ভুল।

জনসমক্ষে বকাবকি-প্রকাশ্যে ভুল ধরে সন্তানকে বকাবকি করলে আত্মবিশ্বাস ভেঙে যায়। একা কথা বলুন। 

শিশুকে রেগে কিছু বলবেন না। শান্ত হয়ে তাকে বোঝান। সে বুঝবে। নইলে জেদি হয়ে উঠবে।

তুলনা নয়- প্রতিটি শিশু আলাদা, কারও সঙ্গে নিজের সন্তানের তুলনা করবেন না। এতে সে আত্মবিশ্বাস হারায়। 

মন পরিবর্তন- শিশুদের মন পরিবর্তনশীল। ফলে তার সিদ্ধান্তকে নিয়ে কাটাছেঁড়া করবেন না। তাকে এগোতে দিন। 

শোনা- শিশুর কথা শুনুন। বোকা বোকা বললেও তার কথায় হাসবেন না। সে আত্মবিশ্বাস হারাবে। 

অভিব্যক্তি প্রকাশ- শিশুকে মতপ্রকাশের সুযোগ দিন। মনোযোগ দিয়ে শুনুন। এতে আত্মবিশ্বাস বাড়ে।

তাঁর কথা মাঝে মাঝে মেনে চলুন। নইলে সে আত্মবিশ্বাস পায় না। মানসিক বিকাশ হয় না।