02 May, 2024
BY- Aajtak Bangla
প্রতিটি মা-বাবা চান সন্তানকে বুকে আগলে রাখতে। কিন্তু চাইলেই তা হয় না। কারণ, সব কিছুর একটা বয়স থাকে। একজন মেয়ে ছেলের তুলনায় অনেক মানসিক ও শারীরিকভাবে প্রাপ্ত বয়স্ক হয় দ্রুত।
সেই কারণে তার শোওয়ার ঘর আলাদা হওয়া দরকার। মনোবিদদের মতে, একজন মেয়ের বয়স যখন ৯ বা ১০ তখন থেকেই তার আলাদা ঘরে শোওয়ার ব্যবস্থা করা উচিত।
এর কারণ হল সন্তান যত বেশি মা-বাবার সঙ্গে ঘুমোয় সে তত বেশি নির্ভরশীল হয়ে পড়ে। তার নিজস্ব জগৎ গড়ে ওঠে না।
ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার বাইরের জগতের সঙ্গে পরিচিত হওয়া দরকার। তবেই সে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারবে।
আর তা যেন সে করতে পারে সেজন্য তাকে একা থাকতে দেওয়া দরকার। যাতে সে নিজের প্রয়োজনগুলো নিজেই মিটিয়ে নিতে পারে। একা থাকলে নিজের কাজ নিজে করে নিতে পারবে।
তবে যদি মা-বাবার সঙ্গে ঘুমোয় তাহলে তার নির্ভরশীলতা কাটবে না। সে বাড়ির বাইরে গিয়ে কোনও সমস্যায় পড়লে সেই মা-বাবার পথ চেয়েই থাকবে। যা কাঙ্খিত নয়।
শিশু বিশেষজ্ঞ ও মনোবিদরা বলছেন, কোনও মেয়ে যখন প্রাক-বয়ঃসন্ধি পর্যায়ে থাকে তখন শিশুর মধ্যে শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়। সেই সময় তারা একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
ছেলে হোক বা মেয়ে কার্যত সবাইকে স্বাধীনতার স্বাদ দেওয়া প্রয়োজন। স্বাধীনতা না পেলে তাদের মানসিক বিকাশ হয় না। সেই কারণে মা-বাবার উচিত আলাদা ঘরে থাকতে দেওয়া।
ছেলেরা ১২ বছর বয়স বা তারপর মা-বাবার থেকে আলাদা থাকতে পারে। তবে মেয়েদের বয়স ৯ বা ১০ হলেই তাদের আলাদা ঘরে শোওয়ার ব্যবস্থা করা দরকার।