31 July, 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে এবং কীভাবে সন্তানকে যৌন শিক্ষা দেবেন? মা-বাবারা জানুন

শিশুদের উপর শারীরিক নির্যাতন বেড়েই চলেছে। কাছের লোকেরাই ব্যাড টাচ করছে শিশুকে।

শিশুকে যৌন শিক্ষা দেওয়া জরুরি। যাতে ভুল না করে। এটা মা-বাবারই দায়িত্ব। কিন্তু কোন বয়স থেকে?

শিশুদের যৌন শিক্ষা দেওয়া শুরু করা উচিত ৪ বছর বয়স থেকে। এই বয়সে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে বুঝিয়ে দিন।

৪ বছর বয়স থেকে শিশুকে গোপনাঙ্গের নিরাপত্তা সম্পর্কে বোঝান। তাঁর কথাকে গুরুত্ব দিন।

৮ বছরের শিশুর বুদ্ধি হয়েছে। এই সময় গল্পের মধ্যে দিয়ে তাঁকে বোঝান।

১০ বছরের শিশুদের যে কোনও প্রশ্নের সঠিক উত্তর দিন। এড়িয়ে যাবেন না।

সন্তানের বয়স ১৫ বছর হলে অসম্পূর্ণ যৌন শিক্ষা ভুল পথে নিয়ে যেতে পারে।

বিপদ এড়াতে ১৫ শিশুর সঙ্গে লামেলা কথা বলুন। যাতে শিশুর মনে কী চলছে তা আপনি জানতে পারেন।

১৫ বছরের শিশুকে যৌন শিক্ষা দিন। তাঁকে সুরক্ষার কথা বলুন। তাঁর প্রশ্নের খোলামেলা উত্তর দিন।

কৈশোরে নানা হরমোন খেলা করে। তাই তাঁকে আশ্বস্ত করুন। ভয় দূর। সব কথা খুলে বলুন। লজ্জা পাবেন না।