10 July, 2024

BY- Aajtak Bangla

বিয়ের পর প্রথম সন্তান কবে নেবেন? সাত-পাঁচ না ভেবে এই ভুল নয়

বিয়ের পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশির সবথেকে বেশি কৌতূহল থাকে সন্তান কবে নিচ্ছেন।

বিয়ের পর 'বয়স তো হয়ে যাচ্ছে, বাচ্চা কবে নেবে?' এটি হামেশাই শুনতে হয় মেয়েদের।

সন্তান নেওয়ার সিদ্ধান্তটি এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেরিয়ার, পড়াশোনা, দাম্পত্য জীবন সামলে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। 

আগে মনে করা হত, ২০ বছরের আগে প্রথম সন্তান নেওয়া উচিত। এখন সে সময় বদলেছে। বেশিরভাগ মেয়েরাই এখন দেরিতে বিয়ে করে।

তবে চিকিৎসকেরা বলেন, প্রথম সন্তান ২৫ বছর বয়সের আগে নিলে স্বাস্থ্যের দিক থেকে সবথেকে ভালো। সন্তান স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী হয়।

সমীক্ষা অনুযায়ী, ৩০ বছর পেরিয়ে গেলে প্রজননক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে যায়। ৩৫ বছরের পর ডিম্বাণুর সংখ্যা আরও কমে যেতে শুরু করে। এই সময়ে নরম্যাল ডেলিভারি করাও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

বাইরে থেকে দেখে কাউকে সুস্থ মনে হলেও সে যে শারিরীকভাবেও সুস্থ হবে তা নয়।

আসলে বেশি বয়সে জন্মগত ত্রুটিযুক্ত এবং ডাউন সিনড্রোম সন্তান জন্মদানের হার অনেক বেশি হয়, যদি মায়ের বয়স বেশি হয়ে যায়। 

নারীদের ৩০ বছরের মধ্যে এবং পুরুষদের ৩৫ বছরের মধ্যে প্রথম সন্তান নিয়ে নেওয়া উচিত। 

তারপরও একটু বেশি বয়সে সন্তান নিতে হলে গর্ভধারণে জটিলতা হতে পারে।