13 March 2025
BY- Aajtak Bangla
সন্তানকে শুধু আদর নয়, শাসনও করতে হয়। না হলে সে বিগড়ে যেতে পারে। শাসন করলে তবেই কেউ সুসন্তান হতে পারে। শাসন জীবনে শৃঙ্খলা আনে, মানিয়ে নিতে শেখায়।
কিন্তু বাবা না মা কার উচিত সন্তানকে শাসন করা? তা নিয়ে বিতর্ক আছে। অনেকে মনে করেন মায়ের এই দায়িত্ব পালন করা উচিত। আবার কারও মতে বাবা হল উপযুক্ত লোক।
শিশু মনোস্তত্ত্ববিদদের মতে, সন্তানের ছোটোখাটো ভুল ভ্রান্তি ধরে দেওয়া উচিত সব সময় মায়ের। কারণ তিনিই শিশুর সঙ্গে দিনের বেশিরভাগ সময় থাকেন।
সন্তানের ভালোলাগা, খারাপ লাগা ইত্য়াদি মা অনেক বেশি ভালো বোঝেন। সেজন্য তাঁর কেয়ারিং বেশি থাকে। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ইত্যাদির শিক্ষা সন্তানকে দেওয়া উচিত মায়ের।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সারাদিন কাছে পাওয়ার ফলে মা-কে ভয় কম করতে শুরু করে দেয় শিশুরা। তাদের সব কথা শোনে না।
শিশু বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্রে অবশ্যই বাবাদের এগিয়ে আসা উচিত। কারণ বাবার সঙ্গে তার সন্তানের বন্ধুত্ব থাকলেও একটা দূরত্ব থাকে।
সেই দূরত্বের কারণে সন্তানরা বাবা-কে কোনও কোনও ক্ষেত্রে ভয় করে। তার কথা খুব সিরিয়াসলি নেয়।
তবে মায়েদের খেয়াল রাখা উচিত, ছোটোখাটো বিষয় যেন তারা নিজেরাই সামলে নেয়। সব ব্যাপারে স্বামী নাক গলালে ক্ষতির সম্ভাবনা বেশি।
এটাও মনে রাখতে হবে, বাবা ও মা দুজনেই যেন একসঙ্গে সন্তানকে শাসন না করে। তাহলে সন্তানের মধ্যে হতাশা আসতে পারে। সে নিজেকে একা মনে করতে পারে। এমনকী বিগড়েও যেতে পারে।