10 JULY, 2024
BY- Aajtak Bangla
সারা জীবন ভালভাবে জীবন কাটাতে হলে অন্য সব জিনিসের মতো টাকাও প্রয়োজন। তবে অনেকেই টাকার মর্ম বুঝতে পারেন না। তাই প্রয়োজনের অতিরিক্ত খরচ করেন।
ছোটবেলা থেকেই যদি শিশুদের কঠোর পরিশ্রম এবং অর্থ সাশ্রয়ের মূল্য শেখানো হয়, এটা ভবিষ্যতে শিশুদের জন্য খুব কার্যকর হয়।
তাই ছোট থেকেই সন্তানকে সঞ্চয় করার পাঠ দিতে হবে। এছাড়াও নিজেকেও সঞ্চয়ী হতে হবে। তবেই সন্তানও সঞ্চয়ী হবে।
চাইলেই সব কিছু পাওয়া যায়, এমন ধারণা সন্তানের মনে আসতে দেবেন না। বাচ্চাকে দিয়ে ঘরের ছোটখাট কাজ করান।
সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেটা ছোট থেকেই বুঝিয়ে বলতে হবে। চাওয়ার সঙ্গে সঙ্গেই কোনও কিছু হাতে তুলে দেবেন না। সন্তানকে বাড়ির খাবারে অভ্যস্ত করুন। তাতে খরচের পরিমাণ কমবে। বাইরের খাওয়ার খরচের অভ্যাস নিয়ন্ত্রণে থাকবে।
আপনার সন্তানকে একটা মাটির ভাঁড় কিনতে দিতে পারেন। তাকে ছোট থেকে সেই ভাড়া খুচরো পয়সা জমাতে শেখান। বড় হলে ভাঁড়ের টাকা তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন।
পাঁচ বছর বয়স থেকেই শিশুদের পকেট মানি দিতে হবে। তারা কীভাবে অর্থ ব্যবহার করতে পারে তা তাদের সিদ্ধান্ত নিতে দিন। তারা কীভাবে অল্প পরিমাণে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়ানো যায় এবং এর মূল্য কী তা বোঝার বিকাশ ঘটাবে। তাদের সঞ্চয় ব্যয় করার ধারণা দিন।
আপনি যখনই মুদিখানা কেনাকাটা করতে যান, বাচ্চাদের সঙ্গে নিয়ে যান। তাদের টাকা খরচ করতে দিন। এমন অবস্থায় সন্তান কতটা টাকা বোঝে তা আপনিই বুঝতে পারবেন। তারা যদি অপ্রয়োজনীয় খরচ করে তাহলে তাদের বুঝিয়ে বলতে পারেন।
মাঝে মাঝে তাদের কিছু দায়িত্ব দিন। জন্মদিনের পার্টির জন্য টাকা দিন এবং তাদেরই বলুন সবকিছু প্ল্যান করতে। এইভাবে তারা বাজেট শিখতে এবং আরও ভাল পরিকল্পনাকারী হতে সক্ষম হবে।