27 September,, 2024
BY- Aajtak Bangla
হঠাৎ করে আপনার সন্তান বড় বেশি জেদি হয়ে উঠছে? তাকে কিছুতেই বোঝাতে পারছেন না? একটা বয়সের পর এই সমস্যা যেন ঘরে ঘরে দেখা দিচ্ছে।
অভিভাবকরা চিন্তায় নাজেহাল হয়ে উঠছে। এখনকার অনেক অভিভাবকরা সময়ের ব্যস্ততার জন্য ঠিক মতো সন্তানকে সময় দিতে পারছেন না।
সেই কারণে হাতে তুলে দেন মোবাইল। আর তাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে।
একটা নির্দিষ্ট সময়ের অধিক মোবাইল বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকল মানসিক গঠনে বাধা সৃষ্টি করে। মস্তিষ্কের বিকাশেও ব্যাপক বাধা সৃষ্টি করে।
রাতদিন গেমের নেশায় বুদ হয়ে আছে বাড়ির খুদেটি। বাইরে গিয়ে খেলেনা। এর ফলে আপনার সন্তানের কমিউনিকেশন স্কিলও গড়ে উঠছে না। নতুন ভাষা শেখার পদ্ধতিও এর ফলে মন্থর হয়ে যায়।
গবেষণাতে এও দেখা গিয়েছে, বেশিক্ষণ স্ক্রিন টাইম হলে, বাচ্চা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে তাদের মধ্যে রাগ, বিরক্তি বৃদ্ধি পায়।
তাহলে? এবার আপনার খুদেটিকে সময় দিতে না পারলে গল্পের বই পড়তে দিন, বাড়ির আশেপাশের লোকেদের সঙ্গে মিশতে দিন, কিন্তু মোবাইল ফোনটি হাতে তুলে দেবেন না।
একবার ভুলটা হয়ে গেলে, কিন্তু আর তাকে মোবাইলের জগৎ থেকে ফেরাতে পারবেন না৷