BY- Aajtak Bangla

মা-বাবার এই ভুলে সন্তানের উন্নতি হয় না  

15 March 2025

মানুষ মাত্রই ভুল করে। সেটাই স্বাভাবিক। তবে মা-বাবার ভুলের মাশুল দিতে হয় সন্তানকে। 

মা-বাবা এমন কিছু ভুল মাঝে মাঝে করে বসে যা শোধরানো যায় না। সেই ভুলগুলোর কারণে সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। 

মা বাবা যে ভুলটি হামেশায় করে থাকে সেটা হল একই ভুলের জন্য প্রচণ্ড বকাঝকা করা। 

সন্তান একটা ভুল বারবার করলে মা-বাবা খুব করে বকা দেয়। এতে সন্তানের মনে প্রভাব পড়ে। 

তারা জেদি হয়ে ওঠে। সেই ভুল শোধরানোর পরিবর্তে তখন সন্তান সেই একই ভুল ফের করে। কিন্তু বাবা-মা যদি না বকে তাকে বোঝানোর চেষ্টা করে তাহলে সন্তানের জন্য ভালো হবে। 

অন্যের সঙ্গে তুলনা করলে সন্তানরা বিগড়ে যায়। তাদের মনকে হতাশা গ্রাস করে। এতেও তার ক্ষতি হয়। 

মা-বাবার আর একটি ভুল হল সন্তানের কথা না শোনা ও তার ভাবনাকে গুরুত্ব না দেওয়া। 

সন্তান অসফল হলে তাকে বারবার সে কথা বলবেন না। এতে তার ক্ষতি হয়। 

সন্তানকে প্রকৃত মানুষ করতে চাইলে তার সঙ্গে সময় কাটান। কথার গুরুত্ব দিন।