29 April, 2025
BY- Aajtak Bangla
পরেশ রাওয়াল, বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন, তাঁর বিভিন্ন সিনেমা যেমন হেরা ফেরি, দে দানা দান, এবং আন্দাজ আপনা আপনা তে অভিনয় করে পরিচিত।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক মিম এবং রিলসে জনপ্রিয়। তবে সম্প্রতি তাঁর জীবন একটি অদ্ভুত কাহিনির মাধ্যমে আলোচনায় এসেছে।
প্রায় দুই দশক আগে, রাজকুমার সন্তোষী পরিচালিত একটি সিনেমার শুটিং চলাকালে পরেশ রাওয়াল হাঁটুর গুরুতর চোট পান, যার ফলে তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেতা অজয় দেবগনের বাবা, খ্যাতনামা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন পরেশকে হাসপাতালে দেখতে আসেন। তিনি পরেশকে একটি অদ্ভুত পরামর্শ দেন—প্রতিদিন সকালে নিজের মূত্র পান করার কথা।
বীরু দেবগন পরেশকে জানালেন, ইউরিন থেরাপি বা মূত্র পান অনেক ফাইটারের অভ্যেস এবং এতে কোনো সমস্যা হবে না। এছাড়া অ্যালকোহল, সিগারেট, এবং খাসির মাংস থেকে দূরে থাকার পরামর্শও দেন তিনি।
প্রথমে পরেশ রাওয়াল এই পরামর্শ গুরুত্ব সহকারে নেননি।
অবশেষে পরেশ সিদ্ধান্ত নেন, তিনি ছোট ছোট চুমুকে মূত্র পান করবেন। এমনভাবে তিনি টানা ১৫ দিন নিজের মূত্র পান করতে শুরু করেন।
পরেশ রাওয়াল দাবি করেছেন যে ১৫ দিন ইউরিন থেরাপি গ্রহণের পর তাঁর হাঁটু দ্রুত সুস্থ হতে শুরু করে।
পরেশের এমন অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই তার ওপর হাস্যকর মন্তব্য করেছেন, আবার অনেক ভক্তও তাঁর সমর্থনে বক্তব্য দিয়েছেন।