খাঁচায় টিয়া ময়না রাখলে এসব হয়, অনেকেই জানেন না

BY- Aajtak Bangla

16 February, 2025

দেশীয় পাখি যেমন টিয়া, ময়না বা প্যারাকিট বাড়িতে রাখবেন? জেনে নিন এর প্রভাব।  

ভারতে ১৯৭২ সালে চালু হওয়া **Wildlife Protection Act** অনুযায়ী দেশীয় পাখি ধরা, কেনা, বা বাড়িতে রাখা বেআইনি। 

দেশীয় পাখিদের প্রকৃতিতে থাকার কথা। বাড়িতে আটকে রাখলে তাদের প্রাকৃতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়।

খাঁচায় বন্দি থাকায় পাখিদের বংশবৃদ্ধি কমে যায়, যা তাদের প্রজাতির জন্য ক্ষতিকর। 

পাখিরা প্রকৃতির খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 

পাখি কেনাবেচা বেআইনি হলেও অনেক চোরাকারবারি এ ব্যবসা চালায়। এটি তাদের জন্য বিপজ্জনক।  

খাঁচায় বন্দি পাখিরা মানসিক চাপ অনুভব করে, যা তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।  আপনি হয় তো ভাবছেন খাঁচায় কোনও পাখি ২০ বছর ধরে আছে। কিন্তু সে কি খুশি আছে?

পাখিরা পোকামাকড় খেয়ে কীট নিয়ন্ত্রণ করে। তারা না থাকলে কৃষিক্ষেত্রে পোকামাকড় বেড়ে যায়। 

দেশীয় পাখি বাড়িতে রাখলে ভারতে জরিমানা বা জেল হতে পারে। তাই এই আইন মানা জরুরি।  

দেশীয় পাখিদের প্রকৃতির কোলেই থাকতে দিন। বন্যেরা বনেই সুন্দর।