8 May, 2025
BY- Aajtak Bangla
পাসওয়ার্ড হল এক ধরনের ডিজিটাল তালা। যা ব্যবহারকারীর তথ্য গোপন ও সুরক্ষিত রাখে।
পাসওয়ার্ড দেওয়ার অর্থ হল অন্য কেউ যেন সেই ফোন খুলতে না পারে।
প্রত্যেকটি তালার যেমন আলাদা চাবি থাকে। তেমন পাসওয়ার্ড সকলের আলাদা।
অনেকেই জানেন না, পাসওয়ার্ড শব্দের বাংলা মানে কী?
পাসওয়ার্ড লোকে ইংরেজিতেই বেশি ব্যবহার করেন। এর বাংলার চল নেই।
Password ইংরেজি শব্দ। এর বাংলা মানে- সাংকেতিক শব্দ বা গুপ্ত মন্ত্র।
বছরে ২ থেকে ৩ বার পাসওয়ার্ড বদল করা দরকার। তাহলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে।
পাসওয়ার্ড যত জটিল হবে, তত সুরক্ষিত থাকে আপনার গোপন তথ্য।
তাই পাসওয়ার্ড জটিল রাখুন। শব্দ ও সংখ্যার মিশ্রণ করুন।