7 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
জীবন ধারণের জন্য প্রাণী খাদ্যগ্রহণ করে যা পরিপাক ক্রিয়ার মধ্য দিয়ে শরীরে হজম হয়।
কোনও প্রাণীর পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট বর্জ্য পদার্থ যা পায়ূ পথে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। এই নিষ্ক্রমণ প্রক্রিয়াকে মলত্যাগ বা পায়খানা বলা হয়।
অর্থাৎ আমরা যাই খাই, সেই বর্জ্যই পায়খানা। এর যদিও আরও অনেক নাম আছে।
তবে চলতি কথায় মলত্যাগকে পায়খানা বলা হয়। জানেন কোথা থেকে এই শব্দের উৎপত্তি?
'পায়খানা' আসলে একটি ফারসি শব্দ। এর অর্থ হল মলত্যাগের ঘর।
অর্থাৎ যেখানে মলত্যাগ করা হয়, সেই ঘরকে পায়খানা বলা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রক্রিয়াটির নামই হয়ে গেছে পায়খানা।
পায়খানা- প্রস্রাব এমন জিনিস যা যখন- তখন পেতে পারে। 'নেচারর্স কল'-র ওপর কারও হাত থাকে না।
তাই যেখানে সেখানে বা বাইরে বেরিয়ে পায়খানা পেলে, দুশ্চিন্তা না করে শান্ত মাথায় এর সমাধান করুন।