8 June 2025

BY- Aajtak Bangla

ছেলে না মেয়ে, কাদের অবশ্যই মুক্তোর আংটি পরা উচিত জানেন?

সব রত্ন সবার জন্য নয়। রত্ন বা পাথর ধারণ করলেই হয় না। সে জন্য কিছু নিয়ম মানতে হয়।

ভুল রত্ন ধারণ করলে জীবনে দুর্দশা নেমে আসে। সেজন্য না জেনে রত্ন ধারণ করা উচিত নয়। 

মুক্তো পাথর অনেককে ধারণ করতে দেখা যায়। তবে সবার মুক্তো ধারণ করা উচিত নয়। কাদের মুক্তো পরা উচিত নয়, জানুন। 

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যারা বৃষ, মকর ও কুম্ভ রাশির জাতক তাঁদের মুক্তো ধারণ করতে নেই। 

এই রাশির জাতকরা মুক্তো পরলে মানসিক সমস্যায় ভুগতে পারেন। জীবনে চরম বিপর্যয় নেমে আসে। 

সিংহ লগ্নের, কুম্ভ লগ্নের জাতকদেরও মুক্তো পরা উচিত নয়। তাহলে অর্থনৈতিক ও দাম্পত্য জীবনে দুর্যোগ নেমে আসে।

মুক্তোর সঙ্গে কখনও নীলা বা গোমেদ পাথর ধারণ করা উচিত নয়। এতে লোকসান হতে পারে। 

মুক্তোর সঙ্গে পোখরাজ পাথর পরা খুব ভালো। তাতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। 

কর্কট ও মীন রাশির জাতকরা মুক্তো পরতে পারেন। তাতে ভালো ফলাফল পাবেন।