11 AUGUST 2025

BY- Aajtak Bangla

মন শান্ত করে  মুক্তোর আংটি! কোন আঙুলে পরবেন?

জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন মুক্তোর আংটি মন শান্ত করে। 

জ্যোতিষবিদরা জানাচ্ছেন, যে কেউ মুক্তো পরে নিলেই লাভবান হবেন, তা নয়। মুক্তো সবার জন্য সঠিক নয়। 

মুক্তোর আংটি পরলে আত্মবিশ্বাস বাড়ে, জীবনে শান্তি সমৃদ্ধি আসে। 

অশুভ শক্তি থেকে বাঁচতেও মুক্তোর আংটি পরা লাভজনক।

বুদ্ধির অভাব থাকলে মুক্তোর আংটি পরা হয়, সৃজনশীলতা বাড়ে। 

যাঁদের মন সব সময় অশান্ত থাকে, ও টেনশন কাজ করে, তাঁরা মুক্তোর আংটি ধারণ করতে পারেন। 

মেষ, কর্কট, বৃশ্চিক, মীন রাশির জাতকদের জন্য মুক্তোর আংটি শুভ। 

ডান হাতের কড়ে আঙুলে মুক্তোর আংটি পরলে তার শুভ ফল পাওয়া যায়। যদি আপনি বাঁ হাতি হন, তাহলে বাঁ হাতের কড়ে আঙুলে মুক্তো পরুন। মুক্তোর জন্য সঠিক ধাতু হল রুপো। 

যদি সোমবার পূর্ণিমা পড়ে, তাহলে মুক্তো ধারণ করার জন্য এটি সবচেয়ে শুভ দিন। তা না হলে শুক্লপক্ষের সোমবারে মুক্তোর আংটি পরতে পারেন।