BY- Aajtak Bangla
10 Feb 2025
অনেকে এমন থাকে যারা বড় হয়ে কাজকর্ম করে ধনী হয়। কিন্তু এমনও অনেক ছেলে-মেয়ে আছে যারা জন্ম থেকেই বিত্তবান।
এই ছেলে-মেয়েদের ভাগ্যবান বললেও কম বলা হয়। কোন কোন তারিখে জন্মানো ছেলে-মেয়েরা জন্ম থেকেই ধনী জানেন?
৬, ১৫ ও ২৪ তারিখে যে সব ছেলে মেয়েদের জন্ম তারা জন্ম থেকেই বড়লোক।
এদের টাকা পয়সার অভাব হয় না। বৈভবের মধ্যে বড় হয়ে থাকে। সুখ ভোগ করে আজীবন।
৬ তারিখকে শুক্রচার্যের সংখ্যা। শুক্রগ্রহ হল বিত্তবানদের। যাদের প্রতি এই গ্রহ সহায় থাকে তারা বিত্তবান হয়। . .
শুক্রগ্রহের আর্শীবাদ থাকলে ধন সম্পদ ফুলে ফেঁপে ওঠে। কোনওদিন অভাব আসে না। .
এই তিন তারিখে জন্মানো ছেলে-মেয়েরা সৃজনশীল হয়ে থাকে। নাচ-গান-ছবি আঁকাতে পারদর্শী হয়ে থাকে।
এই ব্যক্তিরা সহানুভূতিশীলও হয়ে থাকে। অপরের দু:খ দেখলে টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকে।
তবে এরা বেশ জেদি। একবার কোনও কাজ করব না বললে তাদের দিয়ে তা করানো কার্যত অসম্ভব।