17 Feb, 2025
BY- Aajtak Bangla
আমাদের দেশে কফির চেয়ে চায়ের চাহিদা বেশি। তবুও কফির প্রতি আলাদা টান রয়েছে সকলেরই। কফি মস্তিষ্কের জন্য খুব ভালো।
যে সকল ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় রয়েছেন, তারা ভুলেও কফি খাবেন না। এতে তাদের শরীর খারাপ হতে পারে। শুধু তাই নয়, রাতে তাদের একদমই ঘুম হবে না । অনিদ্রা ঝুঁকি বাড়তে থাকবে। তাদের হার্টের উপর চাপ পড়ায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। হৃদরোগে আক্রান্ত হতে পারেন আপনিও। তাই এই ব্যক্তিরা আগেই সাবধান হোন।
যে সকল ব্যক্তিরা অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত তাদের কিন্তু কফি খাওয়া উচিত নয়। যেহেতু কপিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাতে কিন্তু হাড়ের অনেক ক্ষতি করে। হাড়ের উপরে চাপ পরে। প্রায় সময়ই তাদের হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়।
তাই এমন সমস্যা থাকলে কফি খাওয়া থেকে দূরে থাকুন। অনেক সময় এই ব্যক্তিদের হাত ও পা ফুলে লালও হয়ে যেতে থাকে। আসতে আসতে তাদের হাড় দুর্বল হতে থাকে।
গর্ভাবস্থায় যে সকল মহিলারা রয়েছেন, তারা ভুলেও কফি খাবেন না। তবে যদি খান অল্প পরিমাণে খাবেন। একাধিকবার কফি খাবেন না। এতে আপনার সন্তানের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, আপনার রক্তচাপের সমস্যাও বাড়তে পারে। এতে শরীর আপনার দুর্বল লাগবে। তাই আগেই সাবধান হোন আপনিও।
মানসিক চাপ মানসিক চাপে ভোগেন কিংবা উদ্বেগজনিত সমস্যা রয়েছে বা যারা প্রায় সময়ই একটুতেই রেগে যান, তাদের ভুলেও বেশি পরিমাণে কফি খাওয়া উচিত নয়।
মানসিক চাপ মানসিক চাপে ভোগেন কিংবা উদ্বেগজনিত সমস্যা রয়েছে বা যারা প্রায় সময়ই একটুতেই রেগে যান, তাদের ভুলেও বেশি পরিমাণে কফি খাওয়া উচিত নয়।
বেশি পরিমাণে কফি খেলে মানসিক চাপের রুগিদের শরীরে নানান সমস্যা আসবে। আবার প্যানিক অ্যাটাকও হতে পারে। তাই আপনি কিন্তু কফি খেলে অল্প পরিমাণে খাবেন।
আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে কফি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ অনেক রোগেই কফি উত্তেজনার সৃষ্টি করতে পারে।