BY- Aajtak Bangla
22st February, 2025
দাঁত প্রতিটি মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আর দাঁত পড়ে গেলেই সেই সৌন্দর্য হারিয়ে যায়।
দাঁত পড়ার কারণ ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।
যদিও এই সমস্যা যে কোনও বয়সেই হতে পারে।
যদিও কিছু ক্ষেত্রে দাঁত পড়ার সবচেয়ে সাধারণ কারণ হল মাড়ির রোগ।
যাদের মাড়ির রোগ আছে তাদের দাঁত পড়ার সম্ভাবনা বেশি থাকে।
মাড়ির এই রোগকে জিঞ্জিভাইটিস বা পিরিয়ডোন্টাইটিস নামেও পরিচিত।
এর পাশাপাশি, যাদের দাঁতের ক্ষয়, আঘাত এবং অন্যান্য রোগ রয়েছে তাদেরও দ্রুত দাঁত পড়ে যায়।
এছাড়াও যারা প্রতিদিন ধূমপান করেন তাদের দাঁতও তাড়াতাড়ি পড়ে যায়।
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আথ্রাইটিস, ক্যান্সারের মতো জটিল রোগ রয়েছে, তাদেরও দাঁত তাড়াতাড়ি পড়ে।
বেশ কিছু দুর্ঘটনার কারণেও এই সমস্যা হতে পারে। যার মধ্যে রয়েছে খেলাধূলোয় আঘাত, গাড়ি দুর্ঘটনা ও পড়ে যাওয়া।