21 April, 2024

BY- Aajtak Bangla

কখনও কনকনে ঠান্ডা আবার কখনও গরম! এসির তাপমাত্রা ঠিক কেমন হলে আরাম পাবেন?

বাইরের গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। এদিকে ঘরের ভেতরে এসির ঠান্ডাতেও নাজেহাল।  

তারওপর এসির হাওয়া খেতে যতটা ভালো লাগে ঠিক ততটাই খারাপ লাগে যখন লম্বা চওড়া বিল দিতে হয়।

বাড়িতে ফিরেই আপনি এসিকে একদম ১৬ ডিগ্রিতে চালিয়ে দেন যাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।  

কিন্তু সেটা করা একেবারেই উচিত নয়। এতে শরীর খারাপ হয়। এছাড়াও অনেক টাকার বিল আসে।

এসির হাওয়া বেশি খেলে আপনার জলের অভাব, চোখ ও ত্বকের সমস্যা, মাথাব্যথা, শ্বাসকষ্ট, এলার্জির মতো সমস্যা হতে পারে।

তাহলে এসি ঠিক কত টেম্পারেচারে থাকলে শরীর থাকবে সুস্থ আর বিলও কম আসবে।

সবসময় চেষ্টা করবেন এসি ২৪ ডিগ্রিতে চালানোর। তাহলে এসিও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং বিলও বেশি আসবে না।

অনেকে ১৬-১৮ ডিগ্রিতে এসি চালান। আপনিও যদি তাই করে থাকেন তাহলে আজকেই এই অভ্যাস পাল্টান।

টানা এই তাপমাত্রা বজায় রেখে দিলে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পরবে।

১৬-১৮ ডিগ্রি তে এসি চালালে কম্প্রেসারের উপর অনেক চাপ পরে। এর ফলে এসি তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে এবং বিল অনেক বেশি আসবে।

আপনি যদি এসির তাপমাত্রা এক ডিগ্রি বাড়িয়ে দেন তাহলে ৪-৫ শতাংশ বিল কম আসে।

সবসময় এসি চালাতে যাবেন না। এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নেওয়ার পর ফ্যান চালিয়ে নিন। শরীর এমনিই ঠান্ডা হয়ে যাবে।