BY- Aajtak Bangla
24 Jan, 2025
আপনার উপর রেগে রয়েছেন প্রেমিকা কথাই বলছেন না? কীভাবে গলাবেন তাঁর মন?
আজ আমরা আপনাকে ৫ টিপস দেব। যাতে সহজেই গলে যাবে প্রেমিকার মন।
প্রশংসা সবাই ভালবাসে তাই তাঁকে বলুন, তোমার মতো সুন্দরী আর দেখিনি, তোমায় ছাড়া আমি অসহায়, তোমায় ছাড়া আমি বাঁচবো না। তাতেই কাজ হবে।
আপনি যদি ভুল করে থাকেন, বা না করলেও ক্ষমা চেয়ে নিন। অর্ধেক কাজ এখানেই শেষ। পাশাপাশি পরেও এমন ভুল হবে না বলে কথা দিয়ে দিন। তাহলেই হবে।
গিফট পেতে কে না ভালোবাসে। আপনার প্রেমিকাও সেই তালিকাতেই পড়েন। তাই তাঁকে গিফট দিতে ভুলবেন না যেন।
শুধু কথা বলে এই সমস্যার সমাধান করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে তাঁকে নিয়ে পছন্দের কোনও রেস্তোরাঁয় যান। সেখানে তাঁর পছন্দমতো কোনও খাবার অর্ডার করুন। খাবার খেতে খেতে তাঁকে বোঝান।
অনেক সময় সম্পর্কে একটু নিঃশব্দতাও প্রয়োজন হয়। এটাই বন্ধনকে আরও পোক্ত করে তোলে। তাই একান্তই যদি প্রেমিকা কথা না বলতে চান, তাহলে তাঁকে বারবার বিরক্ত করবেন না।
বরং তাঁকে কিছুদিন চুপ থাকতে দিন। দেখবেন, একটা সময় তিনি নিজেই আপনার সঙ্গে কথা বলবেন। আর এটাই হবে আপনার জয়। তাই সব অস্ত্র ব্যর্থ হলে এই ব্রহ্মাস্ত্র ব্যবহার করুন।