07 MARCH 2025

BY- Aajtak Bangla

হার্টের রোগ আটকাতে কত ওজনের মাছ কিনবেন? জেনে তবেই খান

এখন অর্ধেক মানুষ কম বয়সেই কোলেস্টেরলে আক্রান্ত। এই রোগে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। তাই প্রতি মুহূর্ত সতর্ক হতে হবে। 

এখন কম বয়সেও মানুষের শরীরে কোলেস্টেরল হানা দিচ্ছে। কোলেস্টেরল রোগীর ডায়েট অবশ্যই খেয়াল রাখতে হবে।

কোলেস্টেরল রোগীদের চিকেন-মটন-ডিম খাওয়ায় নিষেধাজ্ঞা থাকে। সবই পরিমিত পরিমাণে খাওয়া যায়।

তবে, মাছ খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই। তবে সব মাছ মোটেও কোলেস্টেরল রোগীদের জন্য ভালো নয়।

কোলেস্টেরল রোগীরা রোজকার ডায়েটে মাছ রাখতে পারেন। তবে, ছোট সাইজের মাছ খেতে হবে। মাছ যত বড় হবে তত তেল থাকবে। 

সেই তেল থেকে খারাপ কোলেস্টেরল LDL বাড়তে পারে। তাই চেষ্টা করুন সবথেকে বেশি হলে ১ কেজি ওজনের মাছ খেতে। ১ কেজি ওজনের মধ্যে হলে সবথেকে ভালো।

তবে যে কোনও ছোট মাছ কোলেস্টেরলে খেতে পারেন। এক্ষেত্রে ট্যাংরা, কই, পারশে, চারাপোনা সহ সব ছোটমাছ খান।

তবে ১০০ গ্রাম মাছে মাত্র ১৬ গ্রাম প্রোটিন থাকে। তাই মাছ খেলে দিনের একটি ডায়েটে দই, ছানা রাখুন।