31 JANUARY, 2025
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য বহু বছর আগে যা যা বলে গিয়েছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর বাণী এখনও দারুণ কার্যকরী।
বিভিন্ন বিষয়ের মতো আদর্শ জীবনসঙ্গিনী কেমন হওয়া উচিত? সেটাও জানিয়েছেন তিনি। চাণক্যের মতে, আদর্শ স্ত্রীর এই চারগুণ থাকলেই সংসার সুখে ভরে ওঠে।
শিক্ষিত রুচিশীল মহিলা স্ত্রী হিসেবে একদম পারফেক্ট। এমনটাই মত চাণক্যের।
কারণ এঁরা সিদ্ধান্ত নিতে পারেন। ফলে তাঁকে পাশে পেলে যে কোনও পুরুষেরই দারুণ লাভ হয়।
চাণক্য বলেছেন, ধীর-স্থির প্রকৃতির মেয়েরা পুরুষদের জীবন সুখে ভরিয়ে তোলে। পরিবারেও শান্তি থাকে।
আসলে শান্ত নারী লক্ষ্মীমন্ত। ফলে বিয়ের পর পরিবারের উন্নতি হতে বেশি সময় না লাগে। এ ধরণের নারীদের জন্য ঘরে আসে সমৃদ্ধিও।
মিষ্টি কথা বলেন, এমন নারী সংসারকে সুখী করে। নরমভাষী মহিলা স্বামীর মনকেও খুশি রাখে। ফলে দাম্পত্য সুখ বাড়ে।
যে মহিলারা পরিস্থিতি অনুযায়ী নিজের ইচ্ছা বদলাতে পারেন, তারাই সেরা স্ত্রী। এতে পরিবার কখনও আর্থিক সংকটে পড়ে না।