BY: Aajtak Bangla 

পারফিউম কীভাবে দীর্ঘক্ষণ থাকবে? 

22 MARCH 2023

সুগন্ধ ম্লান হয়ে যায়

পারফিউম লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই সুগন্ধ ম্লান হয়ে যায়। 

পারফিউম দীর্ঘক্ষণ রাখার টিপস 

পারফিউম লাগানোর কিছু বিশেষ নিয়ম আছে। 

ভুলেও বাথরুমে রাখবেন না

আর্দ্রতা বা স্যাঁতসেঁতে জায়গায় পারফিউম রাখবেন না। সুগন্ধি একটি শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখুন।

শুষ্ক ত্বকে লাগাবেন না

ত্বক শুষ্ক থাকলে, শরীরের পারফিউম বেশিক্ষণ টিকবে না। বডি পারফিউম লাগানোর আগে ময়েশ্চারাইজার লাগানো ভাল। 

ঘষবেন না 

পারফিউম লাগানোর পর অনেকেই তা ঘষে। এতে সুগন্ধ কিছুক্ষণের মধ্যেই চলে যায়। 

 কোথায় পারফিউম লাগাবেন? 

কব্জি, কনুইয়ের ভিতরের অংশে, কানের পিছন এবং ঘাড়ে পারফিউম লাগান। এর ফলে সুগন্ধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

স্নানের পরই সুগন্ধি লাগান

স্নান করার পর ত্বকের ছিদ্র খুলে যায়। স্নানের পর শরীর শুকিয়ে গেলে তবেই পারফিউম লাগান।

পারফিউম লাগালে সুগন্ধ যত বেশিক্ষণ স্থায়ী হয়ে, তত বেশি ভাল। কিন্তু পারফিউমের পরিমাণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। পারফিউম লাগানোর কিছু বিশেষ নিয়ম আছে। কিছু পারফিউম লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই সুগন্ধ ম্লান হয়ে যায়। আপনি যদি চান যে, ব্যবহারের পর সুগন্ধ দীর্ঘ সময় থাকে, তাহলে ভুল করেও গুণমানের সঙ্গে আপস করবেন না। কিছু টিপস আসছে, যার ফলে সুগন্ধি অনেকক্ষণ থাকে।