05 July, 2024
BY- Aajtak Bangla
বয়স ৩০ পেরোতে না পেরোতেই যদি মাথা সাদা হয়ে যায় তাহলে কষ্টের অন্ত থাকে না।
আজকাল ৩০-এর আগেও অনেকের চুল পেকে যাচ্ছে। সেই চুল কালো করতে পার্লারে গিয়ে কালার করানোর খরচা তো আছেই, সঙ্গে বারোটা বাজে চুলেরও।
এসব ছাড়ুন, বাড়িতে কিছু উপাদানে চুলের স্বাস্থ্য ঠিক করুন, সেই সঙ্গে একটাও চুল না পাকার পাকাপাকি বন্দোবস্ত করুন।
সে জন্য চুলে লাগান বিশেষ তেল, সেই তেল বাড়িতে বানিয়ে স্টোর করে রাখুন আর মাখুন। ৮০ বছরেও একই কালো চুল থাকবে।
একটি পাত্রে নারকেল তেল নিন। সেটি ৩০ সেকেন্ড পর্যন্ত গরম করে নিন। এবার এর মধ্য়ে জবার পাতা ফেলে ঢাকা দিয়ে রেখে দিন।
সম্পূর্ণ ঠান্ডা হওয়ার এটি একটি কাঁচের বোতলে স্টোর করুন। এই তেল চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টা দুয়েক রেখে শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে অন্তত ২বার এই ব্যবহার করুন এই তেল।
প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে চাইলে এই জবার পাতার বিকল্প নেই।
চুলে পাক ধরা আটকাতে এটি খুব কাজে দেয়, এর বৈজ্ঞানিক প্রমাণও আছে।
এমনকী চুলের গোড়া মজবুত করে। সহজে চুল ওঠে না।