01 November, 2024
BY- Aajtak Bangla
অল্প বয়সেই চুল পাক ধরে গোটা মাথা সাদা? বাজারচলতি হেয়ার কালার না লাগিয়ে প্রাকৃতিক ভাবে চুল কালো করার ব্যবস্থা করুন। এতে বুড়ো বয়সেও জোয়ান দেখাবে।
পাকা চুল কালো তো হবেই ঘনও হবে। চুলের কোনও ক্ষতিও হবে না।
দোকানে পাওয়া হেয়ার কালারে অনেকেরই অ্যালার্জি হয়। তাদের জন্য মোক্ষম দাওয়াই প্রাকৃতিক এই হেয়ার কালার।
এর জন্য রান্নাঘরের এই কালো মশলা কালো জিরে হলেই হবে।
সহজে চুল কালো করতে কালো জিরে দিয়ে। এর সঙ্গে মেশাতে হবে কফি ও সরষের তেল।
কালো জিরে ও কফির গুণে সাদা চুলে রঙ ফিরবে। কালো জিরে কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি যোগায়।
সরষের তেল এমনিতেই চুলের সমস্ত প্রয়োজনীয় পুষ্টি যোগায়।
শুকনো খোলায় কালো জিরে ভেজে গুঁড়ো করে নিন। তারপর তাতে ১-২ চামচ কফি মেশান এবং পরিমাণ মতো সর্ষের তেল, প্রাকৃতিক হেয়ার ডাই।
পাকা চুলে এটি ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন। ভালো করে ম্যাসাজের করে এক ঘণ্টা রেখে দিন।
পরে চুল ধুয়ে শ্যাম্পু করুন। প্রতি সপ্তাহে দু-তিনদিন এই প্যাক মাথায় লাগালেই কালো চুল সাদা হবে।
মাস কয়েক এটি করলে চুল কালো হয়ে যাবে।