16 NOV, 2024
BY- Aajtak Bangla
অন্যের চোখে নিজের মান বাড়ানোর আগে নিজের কাছে নিজের মান বাড়ানো আগে দরকার।
তার জন্য আপনার কিছু গুণের প্রয়োজন। জানুন তালিকা-
সবার আগে নিজেকে ভালবাসতে শিখতে হবে।
অন্যের কাছ থেকে সবসময় ভাল জিনিসগুলি শিখুন ও নিজের মধ্যে অন্তর্ভুক্ত করুন।
সকলের সঙ্গে নম্রভাবে হাসি মুখে কথা বলা উচিত।
নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে শিখুন।
নিজের কাজের পাশাপাশি পরিবারকেও সময় দিন।
সবসময় ডাউন টু আর্থ থাকুন। তবেই আপনার মান থাকবে।
কখনই সবার্থপর হবেন না। যা অন্যের কাছে আপনার মূল্য কমিয়ে দিতে পারে।