13 May, 2024
BY- Aajtak Bangla
কপালে যা লেখা ছিল। এমন কথা অনেকেই বলে থাকেন। সত্যিই কি কপাল দেখে বোঝা যায়?
অনেকে মানেন, কপালে ভাগ্য লেখা থাকে। তবে কপাল দেখে ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যও জানা যায়।
বড় চওড়া কপাল- যাঁদের কপাল প্রশস্ত, তাঁরা মাল্টিটাস্কার হন। এক সময়ে অনেক কাজ করতে পারেন। নেতৃত্ব দেন।
গুছিয়ে কাজ করতে ভালোবাসেন চওড়া কপালের লোকেরা। চিন্তাভাবনায় হন স্বচ্ছ। যুক্তি দিয়ে বিচার করেন। জীবনে সফল হন।
সরু অপরিসর কপাল- এই লোকেরা মস্তিষ্কের তুলনায় হৃদয়কে বেশি গুরুত্ব দেন। স্বভাবে বেশ মিশুকে হন। নেগেটিভিটি সহজেই প্রবেশ করে।
মঙ্গল সুখী দাম্পত্য জীবন, পারিবারিক শান্তি, সন্তান ধারণের কারক। তাই কর্পূরের সঙ্গে দারুচিনি পুড়িয়ে দিন।
ঢেউ খেলানো কপাল- তাঁরা সহজ সরল হন। বন্ধুত্বপূর্ণ স্বভাব। হাসিখুশি থাকেন। সহজে বন্ধুও তৈরি করেন। সবার সঙ্গে মিলেমিশে থাকেন।
কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। তার বহিঃপ্রকাশ করেন না। তাই গুমড়ে মরেন।
এম আকৃতির কপাল- শিল্পী হন ।মন আধুনিক। কল্পনাপ্রবণ হন। সম্মানের সঙ্গে কাজ করতে ভালোবাসেন।
অন্যকে ক্ষমা করে দেন। শত্রুতা পুষে রাখেন না। ছোট ছোট বিষয়ে নজর দেন। মাথায় নতুন নতুন আইডিয়া আসে। শান্ত প্রকৃতির হন।