30 May, 2024
BY- Aajtak Bangla
এখন আবহাওয়াটা বেশ অদ্ভুত। এই বৃষ্টি তো এই চিটচিটে গরম। এই আবহাওয়ায় আদরের পোষ্যকে সুস্থ রাখতে চাই বাড়তি যত্ন ও সতর্কতা।
এ সময় পোষা প্রাণীর খাবারের রুচি অনেকটাই কমে যায়। রুচি ফেরাতে দৈনন্দিন খাবারের পাশাপাশি ১ থেকে ২ চামচ টক দই দেওয়া যেতে পারে
বিভিন্ন ধরনের সবজি যেমন মিষ্টিকুমড়া, পেঁপে, গাজর ইত্যাদি সেদ্ধ করেও পোষা প্রাণীকে দিতে পারেন।
পার্সিয়ান বা বিদেশি জাতের লম্বা পশমের বিড়ালের পশম ছোট করে দেওয়া যেতে পারে। গরমে কিছুটা আরাম পাবে।
এ সময় পোষা প্রাণীর গায়ে পরজীবী কীট হয়। এ ধরনের পরজীবী থেকে বাঁচতে গোসলের পাশাপাশি বিড়াল-কুকুরের লোম আঁচড়ে দিতে হবে।
আমরা যেমন অসুস্থ হই, পোষ্যরাও হয়। ওদেরও প্রয়োজন চিকিৎসা এবং আন্তরিক সেবা।
ঋতুভেদে নয়, বরং নির্দিষ্ট বিরতিতে বিড়াল–কুকুরকে রোগমুক্ত রাখতে টিকা দিতে হবে।
সাধারণত আট সপ্তাহ বয়স থেকেই বিড়াল এবং কুকুরকে প্রথম ডোজের টিকা দেওয়া যায়।