13th November, 2024

BY- Aajtak Bangla

পচা জলেই হবে  ম্যাজিক, গাছের গোড়ায় দিলে শীতে থোকা থোকা রঙীন পিটুনিয়া

শীতকাল মানেই ছাদ বাগানে ফুলে ফুলে ভরে যাবে।

আর রঙিন ফুল মানেই পিটুনিয়া। যার বাগানে থাকে সেখানকার রূপটাই বদলে যায়।

সাদা, গোলাপি, বেগুনি-সহ নানা রঙের হয় এই ফুলগুলি। আর গাছভরা ফুল থাকলে তা দেখতেও সুন্দর লাগে।

অনেকেই অভিযোগ করেন যে পিটুনিয়া গাছে ফুল আসছে না। অথচ গাছ ঝাঁকড়া হয়ে চলেছে। কিছু ট্রিক্স আছে৷ মানলেই পিটুনিয়া গাছে ঝেঁপে আসবে ফুল।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হবে। মাথায় বেশি বাড়তে দেওয়া যাবে না। বরং সাইডের দিকে ঝাঁকড়া করে তুলতে হবে।

পিটুনিয়াগাছকে বেশি লম্বা করতে দেওয়া যাবে না। আগার অংশে নিয়মিত পিঞ্চিং করে যেতে হবে। তাহলে চারদিক দিয়ে নতুন শাখাপ্রশাখা বার হবে।

পিঞ্চিংয়ের পর জৈব তরল সার দিন। বিভিন্ন তরিতরকারির খোসার সঙ্গে সর্ষের খোলপচা জল মিশিয়ে ও মজিয়ে জৈব সার তৈরি করা যায়।

গাছ বসানোর পর প্রথম দিন দশেক ছায়ায় রাখুন পিটুনিয়া চারাগুলিকে। জল দিয়ে দেখুন গাছ কতটা জল টানছে।

এক দিন জল দেওয়ার পর মাটি ভিজে থাকলে পরদিন আর জল দেবেন না। তবে ছায়া মানে কিন্তু অন্ধকার নয়, সরাসরি রোদ যেন না লাগে।