BY: Aajtak Bangla 

এই ভুলে ফোন থেকে ফাঁস হতে পারে গোপন ছবি! 

06 APRIL 2023

ফের আলোচনায় অক্ষরা সিং

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং আবারও MMS কাণ্ডে চর্চায়। যদিও তিনি অভিযোগ তোলেন, ষড়যন্ত্র হয়েছে।

গোপনীয়তায় ঝুঁকি থাকে

ছবি ও ভিডিও সম্পর্কে সকলের সতর্ক থাকা উচিত। অনেকে ব্যক্তিগত মুহূর্ত লেন্সবন্দী করে। এতে গোপনীয়তায় ঝুঁকি থাকে৷

বিপদে পড়তে পারেন

ফোন বা যে কোনও স্টোরেজ ডিভাইসে এই ধরনের ভিডিও, ছবি তোলা থেকে বিরত থাকুন। নয় আপনিও বিপদে পড়তে পারেন। 

ব্যক্তিগত মুহূর্তে গোপনীয়তা

 এই ধরনের কনটেন্ট ব্যক্তিগত রাখা উচিত এবং কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন।

ফ্যাক্টরি রিসেট করা জরুরি 

ফোন বিক্রি করার সময়, ফ্যাক্টরি রিসেট করতে ভুলবেন না। এর ফলে আপনার ফোনে উপস্থিত সমস্ত ডেটা ডিলিট হবে।

ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ 

ফোন পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন। ফোন হারালে,ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সন্ধান করুন।

ফোনে সক্রিয় ইন্টারনেট

তবে এক্ষেত্রে আপনার ফোন সক্রিয় ইন্টারনেট থাকা জরুরি। 

থার্ড-পার্টি অ্যাপে সচেতনতা 

থার্ড-পার্টি অ্যাপের ক্ষেত্রেও মনে রাখবেন যে এটি বিপজ্জনক হতে পারে।

এনক্রিপ্ট  অপশন 

সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনক্রিপ্ট করা হয় না। তাই যে কোনও ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই এনক্রিপশন চেক করে নিন।

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং আবারও MMS কাণ্ডে চর্চায়। যদিও তিনি অভিযোগ তোলেন, ষড়যন্ত্র হয়েছে। ছবি ও ভিডিও সম্পর্কে সকলের সতর্ক থাকা উচিত। অনেকে ব্যক্তিগত মুহূর্ত লেন্সবন্দী করে। এতে গোপনীয়তায় ঝুঁকি থাকে ৷ ফোন বা যে কোনও স্টোরেজ ডিভাইসে এই ধরনের ভিডিও, ছবি তোলা থেকে বিরত থাকুন। নয় আপনিও বিপদে পড়তে পারেন।