5 JAN, 2025
BY- Aajtak Bangla
আগামী কয়েকটা মাস পিকনিক আর পিকনিক। সারাদিন হই হই করে কাটাতে পিকনিকের বিকল্প নেই।
পিকনিকে গেলে তার সঙ্গে জমিয়ে খাওয়াটাও চাই।
তবে অনেক সময় মেনু ঠিক করতে গিয়ে সমস্যা হয়।
আজকে আমরা সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি। আমাদের লিস্ট থেকে আপনি মেনু ঠিক করে নিতে পারেন।
টিফিন: রাখতে পারেন পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, নলেন গুড়ের রসগোল্লা।
অথবা রাখতে পারেন লুচি বা কড়াইশুটির কচুরি, আলুর দম, নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা চা।
আধ ঘণ্টা বাদে-চা, কফি, চিকেন পকোড়া বা ফিশ ফ্রাই।
দুপুরে - সাদা ভাত বা পোলাও বা ফ্রায়েড রাইস, ভেজ ডাল, আলু ভাজা, বেগুনি, ফুলকপির রোস্ট, মটন বা চিকেন কারি, মশালা পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা ও শেষে মিষ্টি পান।
বিকেলে: ডিমের চা, চিকেন পকোড়া বা পনির পকোড়া, চা বা কফি।