28 DEC, 2024

BY- Aajtak Bangla

নতুন বছরে পিকনিক হবে? রইল কলকাতার কাছাকাছি এই ১০ স্পটের ঠিকানা

শীতের মরশুমে ঘুরতে যেতে মন চায়। কিন্তু সময়ের অভাবে দূরে যাওয়া সম্ভব হয় না।

এবার পিকনিক করে আসুন কলকাতার ১০টি স্থানের মধ্যে-

কলকাতার ৮৫ কিমি দূরে ধর্মতলা থেকে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পিকনিক করে আসুন গাদিয়াড়া থেকে।

শীতে পিকনিক করে আসুন জলঙ্গি ও গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত মায়াপুর ইসকনের মন্দির থেকে।

পিকনিকের পাশপাসি দু- এক দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন মাইথন থেকে।

কামারপুকুর থেকে ঘাটালের পথে আড়াই থেকে তিন কিমি গেলেই গড় মান্দারণ। সবুজের দেশে একবার গেলে হারিয়ে যাবেন।

বাড়ির কাছাকাছির জায়গা খুঁজলে চলে আসুন কল্যাণীর পিকনিক গার্ডেনে। মন খুলে বাচ্চাদের নিয়ে পিকনিক করে আসেন।

শীতে বেড়িয়ে আসুন দুর্গাপুরের ব্যারেজ থেকে।

বেড়িয়ে আসুন হাওড়ার শ্যামপুর এলাকার বিখ্যাত গড়চুমুক থেকে।

হাওড়ার বাগনান স্টেশন থেকে বাসে খানিকটা পথ গেলেই বাকসি৷ পিকনিক করার অন্যতম আদর্শ স্থান।

কোলাঘাটের আগের স্টেশন দেউল্টি থেকে অটো করে পৌঁছে যান পানিত্রাসে। নদীর ধারে মন খুলে ঘুরে আসুন।

কয়েকদিন হাতে নিয়ে বেড়িয়ে আসুন নিউ দিঘা থেকে। সমুদ্রের কাছে এসে মন হবে ফুরফুরে।