BY- Aajtak Bangla

পুজোর সাজ ব্রণর জন্য মাটি? রাতারাতি  ব্রণ কমার ঘরোয়া টোটকা

5 OCTOBER 2024

হঠাৎ মুখে ব্রণ দেখলে পুরো মেজাজটাই বিগড়ে যায়। 

সুষম খাবার খেলে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে বাড়ালে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় সাধারণত। 

তবে সেটি অনেক সময় সাপেক্ষ। জানুন রাতারাতি ব্রণ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকা।

অ্যালোভেরা জেল শুধু ত্বককে কোমল করে না, ব্রণতেও কাজ করে। ব্রণের উপর তাজা অ্যালোভেরা জেল লাগালে তা রাতারাতি দূর হয়ে যাবে।

সামান্য নারকেল তেলের সঙ্গে দু'ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন। ব্রণের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে, তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

গরম জলে একটি গ্রিন টি ব্যাগ জলে রেখে, এবার ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে ব্রণের ওপর লাগান।

মধু অ্যান্টি- ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যা ব্রণ কমিয়ে করে। ব্রণের ওপর এক বা দুই ফোঁটা মধু লাগিয়ে সারা রাত রেখে সকালে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 বরফ ব্রণ কমায়। এক টুকরো বরফ একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে ব্রণের ওপর ঘোরাফেরা করে লাগান। এটি ব্রণের ব্যথা এবং ফোলাভাব দূর করবে।

চন্দন ব্রণর জন্য দারুণ উপকারী। ব্রণর স্থানে চন্দন লাগিয়ে রেখে দিন সারা রাত। সকালে উঠে নিশ্চিত ফল পাবেন।