9 AUGUST 2025
BY- Aajtak Bangla
আনারসের গুণ গুনে শেষ করা যায় না। তবে শুধু খেলে হবে না মাথাতেও মাখতে হবে আনারস।
আনারস খেলে যেমন শরীরের উপকার, তেমনই মাথায় মাখলে চুলও নরম থাকে।
আনারস চুলের যত্নে দারুণ কাজ করে। আনারসের মধ্যে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, কপারের মতো উপাদান রয়েছে।
আনারস স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকির সমস্যা দূর করে।
আনারস ব্লেন্ড করে এর রস বের করে নিন। নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। মিশ্রণটি ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন।
১/২ কাপ আনারসের রসের সঙ্গে ১ চামচ মধু এবং ১ চামচ অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে ফেলুন।
১/২ কাপ আনারসের রসের সঙ্গে একটা পাকা কলা ম্যাশ করে নিন। এতে ১ চামচ মধু মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। এটি চুল ও স্ক্যাল্পে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।
শ্যাম্পু করার পর আনারসের রস দিয়ে চুল ধুয়ে নিন। মিনিট দশেক পরে আবার পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন।