29 AUG, 2023
BY- Aajtak Bangla
সারা বিশ্বে সবচেয়ে প্রিয় ও জনপ্রিয় খাবারের তালিকায় শীর্ষস্থান পেয়েছে পিৎজ্জা।
চিজ আর প্রচুর সবজি আর টপিংস দিয়ে সাজানো পিজ্জার নাম শুনলেই মুখে জল চলে আসে। এবার বিশ্বের সবচেয়ে প্রিয় খাবার হিসেবে বিবেচিত হয়েছে পিৎজ্জা।
পিৎজ্জা ছাড়াও এই তালিকায় স্থান পেয়েছে ডোনার কাবাব, ফালাফেল, গাইরো ডিশ, ডিমসুম, স্প্যাগেটি সহ একাধিক খাবার।
ভারতেরও কিছু খাবার বিশ্বের জনপ্রিয় খাবারের তালিকায় স্থান পেয়েছে।
এই তালিকায় স্থান পেয়েছে বিরিয়ানি রাইস, ভারতের স্পেশাল থালি এবং চিকেন তন্দুরি।
চিকেন তন্দুরি অনেকের মুখেই জল এনে দেয়। তন্দুর এই আইটেম খেতে সকলেই ভালোবাসেন।
বিরিয়ানির কথা বলার সময়, এটি কেবল ভারতেই নয়, অন্যান্য অনেক দেশেই খুব উৎসাহের সঙ্গে খাওয়া হয়।
এই দেশের স্পেশাল থালিও বেশ জনপ্রিয়। এই থালি আমিষ ও নিরামিষ দুভাবেই পাওয়া যায়। খেতে খুবই ভালো হয়।